D
ভয় করে
Em
তোমার গলার সরে
G A
যেন এখনি ভেঙ্গে পড়বে পৃথিবী
D
পাচ মিনিট
Em
নিজেকে সামলে নি
G A
যুদ্ধে যাওয়ার প্রস্তুতি
D
মনে এত
Em
বড় ক্ষত
G
নিয়ে আজ
A
কিভাবে রাত কাটাবে
D
শত শত
Em
স্মৃতি যত
G A
সবগুল আজ আসবে ফিরে
D
আমি আর হাটব না
Em
তোমার পথ ধরে
G
দুনিয়ার সব বেদনা
A
থাক আমায় ঘিরে
D
তোমার যন্ত্রণা
Em
থাকুক আমায় বুকে
G
কষ্টের হাত যাতেনা
A
পায় তোমায় খুজে *২
D
এসে গেলো
Em
বিসর্জনের দিন
G
ভাসিয়ে দিব
A
তোমার ভালবাসায়
D Em
আলো হয়ে জ্বলবে তুমি
G
দুর আকাশে
A
তোমার প্রদীপ
D
মনে এত
Em
বড় ক্ষত
G
নিয়ে আজ
A
কিভাবে রাত কাটাবে
D Em
আহত, বিব্রত
G A
মনটাকে কি করে বুঝাবো
D
আমি আর হাটব না
Em
তোমার পথ ধরে
G
দুনিয়ার সব বেদনা
A
থাক আমায় ঘিরে
D
তোমার যন্ত্রণা
Em
থাকুক আমায় বুকে
G
কষ্টের হাত যাতেনা
A
পায় তোমায় খুজে *২
Tags: easy guitar chords, song lyrics, Ariza Ahmed
