G C
তোমার মনের ভেতর যাই
G C
মুখের ভিড়ে মুখোশ পাই ।
G C
ঘাসের ফাঁকে, লুকিয়ে থাকে
G
শিকারি যেন ।
G C
তোমার চোখের ভেতর যাই
G C
হাত দেখিয়ে ট্রেন থামাই ।
G C
লুকোনো আঘাত, রক্তপাত
G
থামেনা কেন?!
G Bm
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
C D
সে আসল মানুষ নয় ।
Em D
সে বেঁচে আছে শহরের এক কোণে
Em D
সে মৃত মানুষের চিৎকার শোনে ।
Em D
সে বেঁচে আছে শহরের এক কোণে
Em D
সে মৃত মানুষের চিৎকার শোনে
G
প্রতিদিন ।
[Verse 1]
G C
তোমার ঘরের ভেতর যাই
G C
চামরা পোড়ার গন্ধ পাই ।
G C
চারিদিকে তার, অন্ধকার
G
চেপে ধরে ।
G C
তোমার বুকের ভেতর যাই
G C
খাঁচায় রাখা লালন সাঁই ।
G C
মানব জনম্, হবে খতম
G
অপার হয়ে ।
G Bm
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
C D
সে আসল মানুষ নয় ।
Em D
সে বেঁচে আছে শহরের এক কোণে
Em D
সে মৃত মানুষের চিৎকার শোনে ।
Em D
সে বেঁচে আছে শহরের এক কোণে
Em D
সে মৃত মানুষের চিৎকার শোনে
G
প্রতিদিন ।
Tags: Easy chords, chords for, chords of a song, song lyrics by Anupam Roy
