Dm7 Bb7 Dm7 তুই আরেকটু আনমনে থাক Dm7 Bb7 Dm7 উড়ে যাক তোর কবিতা মাখা চুল C Bb এই শহরে হাজারো C Bb বোকা প্রেমিকারা তোর Gm A ভালো চায়, বলে তাই Dm C Bb C উপন্যাসের বন্যা দিয়ে মিছিল দিয়ে যায় Gm A Dm আমি অলস তাই পিছে পড়ে রই। Dm দিশেহারা তুই A আর মিলে দুই Dm আমার নীল আকাশ A ছিঁড়ে চলে গেলি তুই। Dm আমার জমা অভিমান A তাসে হেরে যাওয়া দান Dm তোর পুরনো কাগজেে A আমি মাথা গুঁজে শুই।
Tags: Easy chords, guitar chords for, chords of a song, song lyrics by Shuvro